ভোরের দূত

নোসকের কেন্দ্রীয় লাইব্রেরিতে ইসলামিক কর্ণার উদ্বোধন: দাওয়াহ সার্কেলের উদ্যোগ

ইতিহাস ও ঐতিহ্য সারাদেশ

আব্দুর রহিম, নোয়াখালী: নোয়াখালী সরকারি কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে স্থাপিত হলো ইসলামিক কর্ণার। নোসক দাওয়াহ সার্কেলের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় শতাধিকের বেশি ইসলামিক গ্রন্থের সন্নিবেশে ইসলামিক কর্নারটি সাজানো হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রশাসনের সদিচ্ছা ও আন্তরিক প্রচেষ্টার ফলে দীর্ঘ দিনের প্রতীক্ষিত ইসলামিক কর্ণারটির শুভ উদ্বোধন করা হয়। এর আগে দাওয়াহ সার্কেলের নেতৃবৃন্দ তাওহিদ, রেসালাত, জীবনঘনিষ্ঠ, পারিবারিক, চারিত্রিক, ইসলামীক মোটিভেশান, মাসয়ালা মাসায়েল সহ বিভিন্ন বিষয়ের উপর রচিত শতাধিকের উপর গ্রন্থ আনুষ্ঠানিকভাবে কলেজ প্রশাসনের নিকট হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, লাইব্রেরীর পরিচালক এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ হুমায়ুন কবির প্রমূখ।

এসব ইসলামী বই শিক্ষার্থীদের জ্ঞানের জগতকে আরো সমৃদ্ধ করবে এবং প্রাত্যহিক জীবনের নানা সমস্যার সমাধান পেতে সহায়তা করবে বলে মনে করেন শিক্ষার্থীরা। উদ্যোক্তাদের প্রত্যাশা, লাইব্রেরিতে ইসলামিক কর্ণার এটা ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার এক নতুন দ্বার। এখানে সত্যের সন্ধানীরা কুরআন সুন্নাহর জ্ঞান আহরন করে ইমানকে দৃঢ় করার পাশাপাশি আমলকে শুদ্ধ করবে।

নোসক দাওয়াহ সার্কেলের অন্যতম সংগঠক আব্দুর রহমান রবিন বলেন, প্রথমবারের মতো নোসকের কেন্দ্রীয় লাইব্রেরিতে ইসলামিক কর্ণার স্থাপন করতে পেরে আমরা গর্বিত এবং আবেগাপ্লুত। কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশে বিদেশের যেসব ভাইয়েরা এবং ওলামায়ে কেরামগণ আমাদেরকে আর্থিক অনুদান ও বুদ্ধি পরামর্শ দিয়েছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে সবার সহযোগিতা এবং পরামর্শ পেলে ইসলামিক কর্ণারকে আরো সমৃদ্ধ করা হবে এবং আমাদের কর্মকান্ডকে আরো বেগবান করা হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *