চকরিয়ায় বিয়ের প্রলোভনে নারী ধর্ষণ, ধর্ষক আরিফ উল্লাহ আটক

অপরাধ

চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়ায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ, মা-মেয়েকে বেধড়ক পিটিয়ে আহত ও নগদ দেড় লাখ টাকা, সাক্ষর যুক্ত খালি চেক ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় অভিযুক্ত আরিফ উল্লাহ(৩৫)কে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে ভরামুহুরি উকিল পাড়া এলাকা থেকে চকরিয়া থানার উপ-পরিদর্শক এসআই শফিকুল ইসলাম রাজা তাকে আটক করেন।
আরিফ পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ড ফজুমিয়াজিচর এলাকার আমির উদ্দিনের ছেলে। সে চকরিয়া পৌর শহরের মসজিদ মার্কেটের সুতার দোকানদার বলে জানা গেছে।

চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার ভুক্তভোগী নারী (২৮) গত ২১ সেপ্টেম্বর থানায় এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করেন,  আরিফ উল্লাহ  দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে প্রতারণা করে তার সাথে সম্পর্ক গড়ে তোলে। গত ২১ সেপ্টেম্বর বিকেলে প্রতিশ্রুত বিয়ের কথা বলে ওই নারীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে আরিফ তার ২/৩ জন সহযোগীদের নিয়ে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে মা-মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে আলমারি ভেঙে নগদ দেড় লাখ টাকা, সাক্ষর যুক্ত দুটো চেক, ইসলামি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের দুটো চেক বই, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।

পরবর্তীতে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত মা-মেয়েকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষক আরিফকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *