আজ শেষ হলো ১৯ দিনব্যাপী মাহফিলে সীরাতুন্নবী

ধর্ম

রকসী সিকদার, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ার যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) সমাপনী দিবসে শেষ মোনাজাতে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে শেষ হয়।

মাহফিলে ৩য় পর্বে মুতাওয়াল্লি কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও আলহাজ্ব মাওলানা জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন রাহবারে বায়তুশ শরফ আলহাজ্ব শাহ্ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী,ঢাকার নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের পীর সাহেব আলহাজ্ব ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী আস্ ছিদ্দিকী,সাতকানিয়া লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী সহ বিভিন্ন আন্তর্জাতিক ইসলামিক বক্তৃতারা।

এসময় দেশ ও জাতির শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৯দিন ব্যাপী ৫৫ তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (স.)। শেষ মোনাজাতে বিভিন্ন দেশ সহ সারা দেশ থেকে আসা লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি মোনাজাতে অংশ নেয়।

মোনাজাত শুরু হলে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ তৈরি হয় সীরাত ময়দান ও আশপাশের এলাকায়। গভীর আবেগপূর্ণ পরিবেশে মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, মুক্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা এবং ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনা করে, বিভেদ ভুলে ঐক্যের আহ্বানে মহান রাব্বুল আলামিনের কাছে আকুল আবেদন জানানো হয়।

মহান আআল্লার প্রিয় হাবিব হযরত প্রিয় নবীর সীরাত এর দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার তৌফিক দানের কামনা করা হয়। এ সময় সমবেত লক্ষ লক্ষ মুসল্লির কণ্ঠে ‘আমিন,আমিন’ধ্বনিতে মুখরিত হয় সীরাত ময়দান।

দারসুল হাদীস বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলা উদ্দিন ইমামী। কোরআন তেলাওয়াত ও না’আতে রাসূল (স.) পরিবেশন করেন ক্বারী মাওলানা ওবায়দুল্লাহ আব্বাসী, শাহেদুল আনোয়ার সাদ, শায়ের মুহাম্মদ আবদুস শুকুর, হাফেজ মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবু দাউদ শাহ শরীফ ইকবাল।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল বেদার হক , আলহাজ্ব আবু তাহের, ইসমাইল মানিক, এইচ.এম. মাহাবুবুল হক, কাজী আরিফুল ইসলাম, যাহেদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *