তিতুমীর কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে উচ্চগতির ইন্টারনেট সেবা চালু 

ক্যাম্পাস

ভোরের দূত ডেস্ক: সরকারি তিতুমীর কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে চালু হলো উচ্চগতির ইন্টারনেট সেবা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে লাইব্রেরি কমিটি এই সেবা চালু করেছে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) লাইব্রেরি কমিটির উদ্যোগে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়।

এর আগে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ তালুকদারের উদ্যোগে এক দল শিক্ষার্থী লাইব্রেরিতে উচ্চগতির ইন্টারনেট সংযোগের দাবি জানিয়ে লাইব্রেরি কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক দিলসাদ জেসমীনের কাছে লিখিত আবেদন করেন।

শিক্ষার্থীরা জানান, বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা তাদের পড়াশোনায় নতুন মাত্রা যোগ করবে এবং আধুনিক শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করবে।

এই বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ তালুকদার বলেন, আমার কিছু দিন আগে লাইব্রেরি তত্ত্বাবধায়কের কাছে ইন্টারনেট সংযোগের জন্য আবেদন করেছিলাম। আজ লাইব্রেরি কমিটি উচ্চ গতির ইন্টারনেট সংযোগ দিয়েছে। এর ফলে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার সুযোগ পাবে। বিভিন্ন বিষয়ে ইন্টারনেটের সাহায্য নিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করতে পাড়বে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *