মশিউর রহমান নাদিম, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কিশোরগঞ্জের ক সার্কেলের নেতৃত্বে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সদর উপজেলার মনিপুরিঘাট কাটাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় ঝুমুর (৩২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি মনিপুরিঘাট কাটাখালী এলাকার বাসিন্দা, স্বামী চন্দন মিয়া, পিতা মৃত শাজাহান।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ খান বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন।