গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে সেনাবাহিনীর উদ্ধার অভিযান

সারাদেশ

ভোরের দূত ডেস্ক: ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার): আজ আনুমানিক বিকাল ৪ টায় গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে।

অগ্নিকাণ্ডস্থলে সেনাসদস্যরা ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের পাশাপাশি গোডাউন এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত, ট্রাফিক নিয়ন্ত্রণ, জনসমাগম নিয়ন্ত্রণ এবং উদ্ধার কার্যক্রমের গতি বৃদ্ধি করতে সক্রিয় ভূমিকা পালন করে। পরবর্তীতে, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায় আনুমানিক সন্ধ্যা ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দুর্যোগ মোকাবেলা, জনগণের জান-মাল রক্ষা এবং যেকোনো পরিস্থিতিতে সর্বসাধারণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *