মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী): সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চলনবিলের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বিকল্প স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাঘা উপজেলা শাখা।
চলনবিল এলাকার পতনমুখ, বড়াল নদী ও গোহালা নদীর মোহনায় ‘বুড়ি পোতাজিয়া’ নামক স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, এই স্থানে প্রায় ১০০ একর বিল ভরাট করে ক্যাম্পাস নির্মাণ করা হবে। বাপা মনে করে, এই প্রকল্পটি বাস্তবায়ন হলে চলনবিল অঞ্চলের ১০টি উপজেলার প্রাণ-প্রকৃতি, পরিবেশ এবং অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়বে। শুধু তাই নয়, এর নেতিবাচক প্রভাব চলনবিলের সঙ্গে সম্পর্কিত ৬টি জেলার ৩৬টি উপজেলায় ছড়িয়ে পড়বে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাঘার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তারের মাধ্যমে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। ইউএনও স্মারকলিপি গ্রহণ করে জানান, তিনি বিষয়টি গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবেন।
স্মারকলিপি প্রদানকালে বাপা বাঘা উপজেলা কমিটির সভাপতি প্রফেসর ড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল ইসলাম এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে স্পষ্টভাবে বলা হয়, “বুড়ি পোতাজিয়ার পরিবর্তে অন্য কোনো বিকল্প স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হোক। তাহলে চলনবিলও রক্ষা পাবে আর আমাদের প্রাণের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ও স্থায়ী ক্যাম্পাস পাবে। চলনবিলের পরিবর্তে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নয়, আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ও চাই, আবার চলনবিলও চাই।”