আমির হামজার দাবি ‘ভিত্তিহীন’, প্রতিবাদ জানাল জাবি প্রশাসন

ক্যাম্পাস

ভোরের দূত ডেস্ক: ইসলামিক বক্তা আমির হামজার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত মন্তব্যকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া’ বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়।

আমির হামজা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন যে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি আরও অভিযোগ করেন যে আবাসিক হলে সকালে শিক্ষার্থীদের মদ দিয়ে কুলি করতে দেখেছেন এবং শিক্ষার্থীরা শিক্ষকদের লাঠি দিয়ে মারধর করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এই ধরনের কোনো ঘটনা বা অভিজ্ঞতা বাস্তব নয় এবং তার দেওয়া মন্তব্যগুলো সম্পূর্ণ মিথ্যা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ২০১১ সালে চালু হয়েছিল এবং প্রথম শিক্ষার্থী ভর্তি করা হয় ২০১১-১২ শিক্ষাবর্ষে। তাই, আমির হামজার এই বিভাগে ভর্তির দাবি সময়গতভাবে সঠিক নয়।

প্রশাসন আরও জানায়, আবাসিক হলে মদ দিয়ে কুলি করার কোনো নজির নেই এবং শিক্ষার্থীদের দ্বারা শিক্ষকদের লাঠিপেটা করার অভিযোগও ‘সম্পূর্ণ মিথ্যা’। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক সবসময়ই শ্রদ্ধাপূর্ণ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন মন্তব্যকে একটি জাতীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা হিসেবে দেখছে এবং আমির হামজাকে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *