আন্তর্জাতিক ডেস্ক, ভোরের দূত : ব্রিটেন আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। বিবিসিসহ দেশটির একাধিক গণমাধ্যম জানাচ্ছে, দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের বিপরীতে এই সিদ্ধান্ত নেওয়া ব্রিটিশ নীতিতে বড় পরিবর্তন। ঐতিহাসিকভাবে ইসরাইলের প্রতি একনিষ্ঠ সমর্থন থাকা সত্ত্বেও, ২০২৩ সালে হামাসের হামলার পর গাজায় ইসরাইলের অব্যাহত ও তীব্র হামলার কারণে লন্ডন তাদের অবস্থান পুনর্বিবেচনা করেছে।
প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জুলাইয়ে জানিয়েছিলেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন পর্যন্ত যদি ইসরাইল যুদ্ধবিরতির জন্য কার্যকর পদক্ষেপ না নেয়, তবে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, রবিবার (২১ সেপ্টেম্বর) এই ঘোষণা আসছে।
স্টারমারের মতে, এ পদক্ষেপ দ্বি-রাষ্ট্র সমাধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এর তীব্র বিরোধিতা করে বলছেন, এটি “ভয়ংকর সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা” এবং “জিহাদি মতাদর্শকে তুষ্ট করা” সমতুল্য।