কলকাতায় অনুষ্ঠিত হলো ‘ত্রাহি দুর্গা’ নৃত্য উৎসব

আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য

অর্ণব দাশ: খ্যাতনামা নৃত্য প্রতিষ্ঠান লাস্য ড্যান্স অ্যাকাডেমি এবং ভারত সরকার স্বীকৃত এনজিও এসএমবি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো মা দুর্গাকে উত্সর্গীকৃত বিশেষ নৃত্য উৎসব ‘ত্রাহি দুর্গা’। কালীঘাটের যোগেশ মাইম একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে একক, যুগল ও দলগত নৃত্যে অংশ নেন মোট ১৯ জন শিল্পী।

অনুষ্ঠানে পরিবেশিত হয় কথক, ভরতনাট্যম, রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য এবং উপশাস্ত্রীয় নৃত্যরূপ। দলগত পরিবেশনায় অংশ নেন লাস্য ড্যান্স অ্যাকাডেমি ও ইউনিকর্ন ড্যান্স কোম্পানির শিক্ষার্থীরা। একক নৃত্যে মঞ্চে আসেন সুদিতি চক্রবর্তী, সুরঙ্গনা মুখার্জি, সোনালী গুপ্তা, পৌশালি পাল, শ্রুতি চৌধুরী, পিয়ালী রায় চৌধুরী, শ্রীয়া দত্ত, রাজন্য চট্টোপাধ্যায়, আরাধ্যা ঘোষ, পায়েল দাসগুপ্ত, বৃন্দা ধারা, অদ্বিতীয়া সাঁতরা, ধরিত্রী সিনহা ও মৈত্রী বাগ। যুগল পরিবেশনায় অংশ নেন শ্রীজা ঘোষ ও আরাধ্যা নন্দী।

অনুষ্ঠানের সমাপনীতে সকল অংশগ্রহণকারী শিল্পীকে স্মারক ও প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। এই নৃত্য উৎসবের মূল উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট ওড়িশি ও ভরতনাট্যম নৃত্যশিল্পী অরিতা চ্যাটার্জি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *