ইলিয়াছ সুমন সন্দ্বীপ: সন্দ্বীপের জনগণের প্রতি অটুট ভালোবাসা, রাজনৈতিক অঙ্গীকার এবং জনসেবার প্রত্যয় নিয়ে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা বলেছেন,
“আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। সন্দ্বীপ নিয়ে আমার বহু স্বপ্ন রয়েছে—আমি মাদকমুক্ত সমাজ গড়তে চাই, বেকার মুক্ত কর্মসংস্থান সৃষ্টি করবো, সমাজে নিরাপত্তা নিশ্চিত করবো।”
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সন্দ্বীপ উপজেলার দক্ষিণাঞ্চলে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে এ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
“আমি পঙ্গু নই—আমি সংকল্পবদ্ধ”
বক্তৃতায় নিজের শারীরিক অবস্থা নিয়ে একটি মহলের কটূক্তির জবাবে মোস্তফা কামাল পাশা বলেন,
“আজকে একটি মহল আমার শারীরিক সমস্যা নিয়ে কথা বলে—আমি নাকি পঙ্গু! কিন্তু আমি কখনোই মনোবল হারাইনি। আমি এখনো আপনাদের মাঝে আছি। আমি পঙ্গু নই—আমি সংকল্পবদ্ধ। সন্দ্বীপবাসীর জন্য আমার হৃদয়ে স্থান যেমন ছিল, তেমনি থাকবে।”
তিনি আরও বলেন,
“আমি ১৬ বছর ইউপি চেয়ারম্যান ছিলাম, ২ বার উপজেলা চেয়ারম্যান ছিলাম, ৩ বার সংসদ সদস্য ছিলাম। আমি সারাজীবন জনগণের সাথে ছিলাম। আমার রাজনীতি মানুষের অধিকার আদায়ে, উন্নয়ন আর সেবা নিশ্চিত করতেই।” ৩১ দফা কর্মসূচির প্রচারে দক্ষিণ সন্দ্বীপে ব্যাপক সাড়া
সারিকাইত, মাইটভাংগা, মুছাপুর ও মগধরা ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। শিবেরহাট বটতলী মোড়ে পথসভায় সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান বাদশা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারিকাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী রাজু। অনুষ্ঠানে আর ও বক্তব্য রাখেন :আলমগীর হোসেন ঠাকুর সদস্য সচিব, সন্দ্বীপ উপজেলা বিএনপি,নাজিম কমিশনার ও মাহবুবুল আলম শিমুল, যুগ্ম আহ্বায়করসন্দ্বীপ পৌর বিএনপি, আরিফ বিল্ল্যাহ সাবেক ভিপি, সরকারি হাজী এবি কলেজ ফখরুল ইসলাম, সভাপতি, মগধরা ইউনিয়ন বিএনপি, সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, মাইটভাংগা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জলিল, মগধরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা তাতী দলের আহ্বায়ক মাহফুুর রহমান, সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আবুল হাসনাত ফয়সাল “এই ৩১ দফা গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা”
বক্তারা বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে দেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথনির্দেশনা। এই কর্মসূচি কেবল রাজনীতির জন্য নয়—এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।”