আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে “ফ্লো সাইটোমেট্রি” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্য

ভোরের দূত ডেস্ক: ঢাকায় ১৯ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি)’তে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় রক্তরোগ বিশেষজ্ঞদের জন্য অভিজ্ঞ শিক্ষক ও কারিগরি বিশেষজ্ঞদের অংশগ্রহণে “ফ্লো সাইটোমেট্রি” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি বিজ্ঞ হেমাটোলজিস্টগণ সরাসরি এবং ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে “ফ্লো সাইটোমেট্রির” মৌলিক ধারণা, বি-সেল লিম্ফোমা ও একাধিক লিম্ফোমার নির্ণয়, একিউট লিউকেমিয়া নির্ণয়, একিউট লিউকেমিয়া নির্ণয়ের চ্যালেঞ্জ এবং এমআরডি (MRD)-এর নীতি ও সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য যে, রক্তের ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ। আমাদের দেশে এ ধরনের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের রোগের চিকিৎসা কেবল কঠিনই নয়, বরং রোগ নির্ণয় করাও চ্যালেঞ্জিং। রক্তের ক্যান্সার প্রাথমিকভাবে নির্ণয়ের পরে তার সঠিক প্রকৃতি নির্ধারনে Flow Cytometry অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এএফআইপি এই পদ্ধতি অবলম্বনের ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি’র  কমান্ড্যান্ট মেজর জেনারেল নিশাত জুবাইদা। এছাড়াও, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট, এএফআইপি’র ডেপুটি কমান্ড্যান্ট এবং হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক, আর্মি মেডিকেল কোরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হতে ১১৬ জন রক্তরোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *