সন্দ্বীপ( চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা (মগধরা ইউনিয়ন) এর উদ্যোগে “সন্দ্বীপের উন্নয়নে আমাদের করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর মাতৃভূমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সন্দ্বীপের সার্বিক উন্নয়ন, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর এবং চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য পদে মনোনীত প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “সন্দ্বীপবাসীর মৌলিক চাহিদা পূরণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং কৃষক ও জেলে জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। দ্বীপের মানুষ বহুদিন অবহেলিত থেকেছে। আমরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আপোসহীনভাবে কাজ করবো।”
তিনি আরও বলেন, “নদী ভাঙন রোধ, জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধান, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে জামায়াতে ইসলামী বাস্তবধর্মী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। আমরা উন্নয়ন চাই, তবে সেই উন্নয়ন হতে হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি এবং মগধরার কৃতি সন্তান মোহাম্মদ ইকবাল হোসাইন।
সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দীন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, “সন্দ্বীপের উন্নয়ন কেবল সরকারের দায়িত্ব নয়; এটি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার বিষয়। জনগণের অংশগ্রহণ ও সচেতনতাই উন্নয়নের মূল চাবিকাঠি।”
সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের,মগধরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ছায়েদুল ইসলাম,মুহাম্মদ আলতাফ উদ্দিন ভূঁইয়া,মগধরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মাওলানা ফখরুল ইসলাম কাদেরী,আবুল বশর,বেলাল হোসাইন সায়েম,ইফতেখারুল আলম,আক্তারুজ্জামানইলিয়াস হায়দার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সন্দ্বীপের উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতন ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবী, ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।