চরফ্যাশনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন

স্বাস্থ্য

নাজমুল হুদা, চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন পৌরসভায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুল ইসলাম।

উপজেলার সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা এতে অংশ নেন। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়।

ডা. জাহিদুল ইসলাম জানান, আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ সরকার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে নিয়মিত টিকাদান কর্মসূচিতেও ৯ মাস বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক অনুমোদিত তিন ধরনের নিরাপদ ও কার্যকর টাইফয়েড টিসিভি টিকা রয়েছে, যা এ রোগ প্রতিরোধে কার্যকর। সরকার শিশুদের টাইফয়েড জ্বরের প্রকোপ ও মৃত্যুহার বিবেচনা করে এ উদ্যোগ নিয়েছে।

ডা. জাহিদুল ইসলাম আরও জানান, টাইফয়েডের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী উচ্চ জ্বর, ক্লান্তি, মাথাব্যথা, কাঁপুনি, ক্ষুধামন্দা, কাশি, শরীর ও পেটব্যথা, বমি বমি ভাব বা বমি।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি শিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করে টিকা কার্ড সংগ্রহ করতে হবে। মোবাইল নম্বর হারিয়ে গেলে করণীয় এবং অনলাইন নিবন্ধনে কোনো জটিলতা দেখা দিলে কীভাবে তা সমাধান করা যাবে সে বিষয়েও তিনি নির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *