মাসুম পারভেজ: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বরাবরই নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে কর্ণফুলী টানেল সার্ভিস এলাকায় অবস্থিত জোরারগঞ্জ আনসার ব্যাটালিয়নের (৪বিএন) ক্যাম্পের এক সাহসী সদস্যের তাৎক্ষণিক তৎপরতা আবারও তা প্রমাণ করে।
ক্যাম্পের ৭ নম্বর পোস্টের নিকটবর্তী ২৪ নম্বর বাংলো এলাকায় দায়িত্বরত আনসার সদস্য রেজি: ১৯২৩১১৬ সিপাহী মোঃ আরাফাত হোসেন কর্তব্যরত অবস্থায় লক্ষ্য করেন যে, নারী, পুরুষ ও শিশুসহ কিছুসংখ্যক ব্যক্তি একটি ট্রলার থেকে নেমে সন্দেহজনক চলেফেরা করছে। তিনি তাৎক্ষণিক তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে নিশ্চিত হন যে, তারা সকলেই ভাষানচর হতে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সিপাহী আরাফাত হোসেন বিষয়টি সাথে সাথে ক্যাম্প কমান্ডারকে অবহিত করেন। ক্যাম্প কমান্ডার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনাবাহিনী, এবং নৌবাহিনীর টহল টিম-কে বিষয়টি জানিয়ে দেন। আটকদের মধ্যে ছিল ১ জন পুরুষ, ২ জন মহিলা এবং ৫ জন শিশুসহ মোট ৮ জন রোহিঙ্গা শরণার্থী। বর্তমানে তারা নৌবাহিনীর হেফাজতে রয়েছে।
উল্লেক্ষ্য, এর পূর্বেও গত মঙ্গলবার একই এলাকা থেকে আরও ৩১ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারিকে নৌবাহিনীর সহায়তায় আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল।