আবু সালেহ মোঃ হামিদুল্লাহ, কটিয়াদী,(কিশোরগঞ্জ) প্রতিনিধি: শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ হতে (২০২৪-২০২৫) অর্থ বছরে সাধারন অনুদান হিসাবে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আওতাধীন ১ টি সেচ্ছাসেবী মহিলা সমিতি অনুদান পেয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। প্রধান অতিথির কাছ থেকে চেক গ্রহন করেন ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস) সভানেত্রী শাহানাজ পারভীন।
এ সময় উপস্হিত ছিলেন কটিয়াদী উপজেলা যুব দলের সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাসুদ, কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী, ডেভেলপমেন্ট ফর সোসাইটি ডিপিএস চেয়ারম্যান, কটিয়াদী সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার মোহাম্মদ হযরত আলী, শিশু কিশোর ক্লাবের শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
অনুদান প্রাপ্ত সমিতির মাঝে কটিয়াদী পৌরসদর ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস) ২২ হাজার টাকা অনুদান প্রাপ্ত হন। এ উপজেলা হতে ১ টি সমিতির সাংগঠনিক কার্যক্রম সন্তোষজনক থাকায় শুধুমাত্র একটি আবেদন প্রেরন করা হলে উক্ত সংগঠন অনুদানের আওতায় অন্তর্ভূক্ত হয়।
প্রধান অতিথি মোঃ মাঈদুল ইসলাম তার বক্তব্যে বলেন ডিপিএস স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষে আরও বেশি করে আত্মকর্মসংস্থান মূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান।