ভোরের দূত ডেস্ক: লিবিয়ার বিভিন্ন বন্দিশালা থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার আইওএম-এর সহায়তায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের ইউজেড-২২২ ফ্লাইটে করে তারা আজ সকালে দেশে পৌঁছান।
ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
অবৈধ অভিবাসন নিয়ে দূতাবাসের সতর্কতা
রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশালের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধিদল বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান।
এ সময় রাষ্ট্রদূত অবৈধ অভিবাসনের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরে তাদের ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, অবৈধ অভিবাসনের কারণে আর্থিক ও শারীরিক ক্ষতির পাশাপাশি পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হয় এবং দেশের সুনাম ক্ষুণ্ণ হয়।