মেহেদী হাসান সেতু, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বুধবার রাতে শিশুটির বাবা অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে শিশুটি দেবীগঞ্জ পৌরসভা এলাকার নিজ বাড়ির সামনে খেলছিল। সেই সময় প্রতিবেশী এক কিশোর খেলনা গাড়ি ও চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে তাকে পাশের একটি হলুদ ক্ষেতে নিয়ে যায়। সেখানেই সে শিশুটিকে ধর্ষণ করে এবং গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা শিশুটির কান্না শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
হুমকির মুখে ভুক্তভোগীর পরিবার
এদিকে, এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত কিশোরের পরিবারের সদস্যরা ভুক্তভোগীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর বাবা জানান, “ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলেটির পরিবারের সদস্যরা আমাদের বিভিন্ন হুমকি দিচ্ছে। মামলা না করার জন্য তারা আমাদের বাড়িতে এসে মারধরের হুমকিও দিয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, “শিশুটির বাবার এজাহার পাওয়ার পর বুধবার রাতেই একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে শিশুটি পঞ্চগড় সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।”