পটুয়াখালীতে সালিশ থেকে বিরত থাকার নির্দেশ বিএনপি’র

সারাদেশ

স্টাফ রিপোর্টার: পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের স্থানীয় সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতমূলক মধ্যস্থতায় সম্পৃক্ত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি একটি গণতান্ত্রিক আন্দোলনমুখী সংগঠন। তাই নেতাকর্মীদের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে সালিশ বা বিরোধমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। পরিবর্তে রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক দায়িত্ব ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে সক্রিয় থাকতে হবে।

এতে আরও বলা হয়, জনগণের আস্থা অর্জন করাই দলের মূল শক্তি। তাই নেতাকর্মীদের সর্বদা ভদ্র, মানবিক ও সহমর্মী আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা ভঙ্গ করলে তা দলীয় শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *