আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সরকার বেওয়ারিশ কুকুর নিয়ে নতুন আইন জারি করেছে। নতুন আইন অনুযায়ী, কোনো কুকুর যদি পরপর দুইবার অকারণে পথচারীকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণী কেন্দ্রে আটকে রাখা হবে। এক কথায় ওই কুকুরের জন্য কার্যকর হবে ‘যাবজ্জীবন কারাদণ্ড’।
আইনে বলা হয়েছে, কেউ যদি কুকুরে কামড়ানোর শিকার হন এবং অ্যান্টি-রেবিজ টিকা নেন, তবে বিষয়টি কর্তৃপক্ষ তদন্ত করবে। শনাক্ত কুকুরকে প্রথমে প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করার পর ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে। পরে তাকে ছেড়ে দেওয়া হবে। তবে তার আগে মাইক্রোচিপের মাধ্যমে পরিচয় ও অবস্থান রেকর্ড করা হবে।
একই কুকুর দ্বিতীয়বার অকারণে কাউকে কামড়ালে তাকে আর রাস্তায় ছাড়া হবে না; আজীবন প্রাণী কেন্দ্রে আটকে রাখা হবে।
রাজ্যের প্রধান সচিব অমৃত অভিজাত জানিয়েছেন, কুকুর সত্যিই অকারণে কামড়িয়েছে কিনা তা নির্ধারণে তিন সদস্যের কমিটি গঠন করা হবে। এতে থাকবেন একজন ভেটেরিনারি চিকিৎসক, একজন প্রাণী আচরণ বিশেষজ্ঞ এবং একজন পৌর করপোরেশনের কর্মকর্তা।
তবে আইনে ‘মুক্তির সুযোগ’ও রাখা হয়েছে। কেউ যদি প্রাণী কেন্দ্রে থাকা কুকুরকে দত্তক নেন, তবেই সেটি মুক্তি পাবে। তবে শর্ত হলো—কুকুরকে কখনোই রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না, পরিত্যাগ করা যাবে না এবং যথাযথ যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে।
সূত্র: এনডিটিভি