দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল অবৈধভাবে মজুতের অভিযোগে দুটি দোকান থেকে সাড়ে সাত হাজার কেজি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের মহাখালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারি সিলমোহরযুক্ত ২০০ বস্তা চাল এবং প্রায় ১৫০টি খালি সরকারি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চালের মধ্যে ১০০ বস্তায় ছিল ৫০ কেজি করে এবং বাকি ১০০ বস্তায় ২৫ কেজি করে চাল।
এসময় ঘটনাস্থল থেকে দুই শ্রমিক শাহা কামাল মিয়া (৪০) ও জুয়েল মিয়া (৩৮)-কে আটক করে পুলিশ। তারা দুজনই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নাসিরনগরে প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ রয়েছে। বিতরণের আগেই বিপুল পরিমাণ সরকারি চাল স্থানীয় মোতাহার মিয়া ও রহমত আলীর দোকান থেকে জব্দ করা হয়।
এ ব্যাপারে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, “আমাদের গুদাম থেকে নিয়মিত ডিলাররা চাল উত্তোলন করছেন এবং উপকারভোগীদের মধ্যে বিতরণ করছেন। কীভাবে এসব সরকারি বস্তা দোকানে এলো, তা ডিলার ও দোকানদাররা ভালো জানবেন।”
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। অফিসে এসে খতিয়ে দেখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”