তরুণরাই দেশের চালিকাশক্তি, তারাই ইতিহাস রচনা করবে – প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতীয়

ভোরের দূত ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণদের উদ্ভাবনী শক্তি শুধু শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং তারা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি বলেন, “এই তরুণরাই চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তরুণরাই যুগে যুগে এ দেশের ইতিহাস রচনা করেছে।”

সোমবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ বছর পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে তরুণদের এই সম্মাননা দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে বলেন, যখন একটি দেশের যুবসমাজ সক্রিয়, উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামাতে পারে না। তিনি তরুণদের নতুন নতুন চ্যালেঞ্জকে হতাশার বদলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, স্বেচ্ছাসেবা কেবল আর্তমানবতার কল্যাণেই সীমাবদ্ধ নয়, এটি আত্ম-উন্নয়ন, চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের এক আদর্শ মাধ্যম। তিনি আশা প্রকাশ করেন, তরুণরা শুধু স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে থাকবে না, বরং সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে। এটি তখনই সম্ভব হবে যখন তারা নিজেদের আত্মবিশ্বাসের সাথে গড়ে তুলবে, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে মনোযোগী হবে।

পুরস্কারপ্রাপ্ত তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, এই পুরস্কার শুধু একটি স্বীকৃতি নয়, বরং এটি তাদের জন্য একটি আহ্বান— তারা যেন আরও সাহসী হন, নেতৃত্ব দেন এবং সমাজের কল্যাণে নতুন ধারণা নিয়ে কাজ করেন। স্বাস্থ্যখাতে তাদের একটি ছোট উদ্যোগ হাজারো শিশুকে রোগমুক্ত রাখতে পারে এবং শিক্ষা ক্ষেত্রে তাদের সামান্য প্রচেষ্টা দেশের শিক্ষার মানকে বহুদূর এগিয়ে নিতে পারে। তিনি বলেন, “তোমাদের প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাই দেশের জন্য মস্ত বড় অর্জনের পথ তৈরি করবে।”

ড. ইউনূস স্বীকার করেন যে, স্বেচ্ছাসেবার পথ মসৃণ নয় এবং এ পথে সময়, অর্থ ও মানসিক চাপের মতো নানা চ্যালেঞ্জ আসে। তবে এর মধ্য দিয়েই ধৈর্য, সহনশীলতা এবং নেতৃত্বের মতো মহৎ গুণাবলি অর্জিত হয়। তিনি দেশের উন্নয়নে নিজেদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে ভূমিকা রাখার জন্য প্রত্যেক তরুণকে আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *