শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোণা জেলা প্রতিনিধি : নেত্রকোণা জেলায় এবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম রবিবার বিকেলে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি। অপরদিকে একই থানার শ্রেষ্ঠ (ইন্সপেক্টর তদন্ত) নির্বাচিত হয়েছেন মিন্টু দে।পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ ওসি ও ইন্সপেক্টর তদন্ত দুই জনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। পূর্বধলা থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ নুরুল আলম জানান,পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের সেবায় আমি সবসময়ই অবিচল। আমি কাজ ও দায়িত্বকে অধিক ভালোবাসি। এছাড়াও পুরষ্কার প্রাপ্তিতে কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। আর ভালো কাজের সবসময়ই মুল্যায়ন আছে। তাই আজ শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছি।