নানা কর্মসূচিতে মুখরিত NGC Art & Photography Club-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

শিল্প ও সাহিত্য

আব্দুর রহিম, নোয়াখালী প্রতিনিধি : নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী সরকারি কলেজের সুনামধন্য সাংস্কৃতিক ও শিল্পচর্চা সংগঠন NGC Art & Photography Club এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের এক মিলনায়তনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর মুহুর্তকে স্মরনীয় করে রাখতে কেক কেটে উদযাপন করেন ক্লাবের সদস্যরা। এসময় এনজিসি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাবের সভাপতি আরিফ হাসান ও সেক্রেটারি আবুল হাসনাত রিজভী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ক্লাবের জনসংযোগ সম্পাদক রবিউল হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক ও ক্লাবের উপদেষ্টা জনাব শফিকুল আলম, রসায়ন বিভাগের প্রভাষক ও ক্লাবের উপদেষ্টা
জনাব বিধান মুহুরী। এছাড়াও অনুষ্ঠানে নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতি সহ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিরা তাদের অনুভূতি শেয়ার করে বক্তব্য রাখেন।

এসময় নোয়াখালী সরকারি কলেজ আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গল্প লিখন প্রতিযোগিতায় হিসাববিজ্ঞান বিভাগের জান্নাতুন নাঈমা, ফটোগ্রাফি প্রতিযোগিতায় বাংলা বিভাগের আব্দুল আজিজ, আর্ট প্রতিযোগিতায় সমাজবিজ্ঞান বিভাগের বুশরা করিমের হাতে বিজয়ী ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। একই সাথে প্রতিটি বিভাগ থেকে কয়েকজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *