রকি হাসান, কিশোরগঞ্জ: কিশোগঞ্জে জামায়েতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।গতকাল ১৩ সেপ্টম্বর শনিবার বিকাল ৩ টায় কিশোগঞ্জে জেলা শহর শাখার উদ্যোগে জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সিরাত কনফারেন্স এ শহর শাখার আমীর মাও. আ ম ম আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মো: রমজান আলী। প্রধান আলোচক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমদ। বিশেষ আলোচক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হেলালি , হয়বত নগর এ ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক। বিশেষ অতিথি অধ্যাপক মুসাদ্দেক ভূঁইয়া,জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মাও. মো: নাজমুল ইসলাম প্রমুখ। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য। আজ থেকে পনেরশত বছর আগে বিশ্বমানবতার মক্তির দিশারি হযরত মোহাম্মদ (সা:) এর আগমণে পথহারা আরব জাতি মুক্তি পেয়েছিলো এবং কোরআন -সুন্নার আলোকে মদিনায় ১২ লক্ষ বর্গমাইলের একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন। প্রধান অতিথি অধ্যাপক রমজান আলী বলেন জামায়াতে ইসলামি বাংলাদেশে নবী মোহাম্মদ (সা:) এর আদর্শে বাংলাদেশকে একটি ইসলামি কল্যাণ রাষ্ট্র বানাতে চায়। স্বাধীনতার ৫৪ বছরেও এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি, যে বৈসম্যের বিরুদ্ধে ১৯৭১ সালে এ দেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছিলো আজ পর্যন্ত সেই বৈসম্য দূর হয়নি। জামায়াতে ইসলামি বিশ্বাস করে মানব রচিত মতবাদ দিয়ে মানুষের ভাগ্যে পরিবর্তন হয় না। তাই কোরাআন সুন্নার আলোকে কল্যণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে একযুগে কাজ করতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাতে রাসূল (সা:) পরিবেশন করে কিশোরগঞ্জ কালচারাল সোসাইটি।
