মানবাধিকার রক্ষায় মাইলফলক স্থাপন করতে চায় অন্তর্বর্তী সরকার

জাতীয়

ভোরের দূত ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করতে চায়। শনিবার কক্সবাজারের উখিয়ায় জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০০৯ নিয়ে আয়োজিত এক পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, “বিগত সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং তা লঙ্ঘন করা হতো এবং আইনি কাঠামোতেও অনেক সীমাবদ্ধতা ছিল। জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।”

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে জাতীয় মানবাধিকার কমিশন মানবাধিকার রক্ষার পরিবর্তে মানবাধিকার লঙ্ঘনের পক্ষে কাজ করেছে এবং সরকারকে রক্ষা করে গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এই কমিশনকে স্বাধীন করতে চায়, যাতে গুম, খুনসহ যেকোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করা যায়।

১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে নতুন আইন,

আইন উপদেষ্টা উল্লেখ করেন, একটি শক্তিশালী মানবাধিকার কমিশন না থাকলে কী পরিস্থিতি হয়, তা গত ১৫ বছরে দেখা গেছে। তিনি বলেন, “বিগত সরকারের সময় মানবাধিকারের কর্তা ব্যক্তিরা দেশ ও বিদেশে মানবাধিকার লঙ্ঘনের পক্ষে বক্তব্য রেখেছেন। এই দুঃশাসন, গুম, খুন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য বর্তমান সরকার একটি ভালো আইন প্রণয়ন করতে চায়।”

সভায় বিশেষ অতিথির বক্তব্যে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “দীর্ঘ ১৫ বছরের গুম, খুন ও ‘আয়নাঘর’ থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি বলেন, “বিগত সময়ে মানবাধিকার কর্মীদেরকেই গুম ও নির্যাতন করা হতো।”

আইন ও বিচার মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেইন শাওন সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় আরও বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটু সিগফ্রিড রেংগলি, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীসহ আরও অনেকে।

সভায় জানানো হয়, সরকার মানবাধিকার কমিশন আইন, ২০০৯ বাতিল করে নতুনভাবে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ প্রণয়নের খসড়া নিয়ে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *