মো হাবিবুর রহমান, আমতলী, বরগুনা: বরগুনার আমতলীতে সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি সিএনজির সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে আমতলী থানাধীন মানিকঝুড়ি এলাকায় ঢাকা–কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি গাড়ি মানিকঝুড়ি এলাকায় একটি সিএনজিকে ধাক্কা দিলে সেটি পাশেই থাকা আরেকটি সিএনজির উপর গিয়ে পড়ে। এতে সিএনজি চালকসহ ১০ জন গুরুতর আহত হন।
আহতরা ব্যাক্কিরা হলেন, শামীম (৩৮), পিতা: মনুমিয়া, গ্রাম: বান্দ্রা, আমতলী, বরগুনা,আবু সালে (৪০), পিতা: সাত্তার খান, গ্রাম: নিশানবারিয়া, মহিপুর, পটুয়াখালী, মোছা:.জেসমিন (৪০) স্বামী: মো হানিফ হাওলাদার, ফেরদাউস (১৮) পিতা: হানিফ হাওলাদার,
এনি (২০) স্বামী: আসাদুজ্জামান, আজিজ (৮০), পিতা: মৃত নবাব আলী, ইউসুফ (৬৫), পিতা: মৃত তারা মিয়া, কালাম (৪০), পিতা: নুর মোহাম্মদ, মোশারফ (৪৫), পিতা: আব্দুল লতিফ, বাবুল (৫০) পিতা: মৃত আবুবকর, গ্রাম: পকিয়া, কলাপাড়া, পটুয়াখালী।
দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৪ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকিদের মধ্যে ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে এবং ৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে