সাধন রায়, লালমনিরহাট: মাত্র ১২০ টাকা খরচে পুলিশের চাকরির স্বপ্ন পূরণ হলো লালমনিরহাটের ১৬ তরুণ-তরুণীর। মেধা, যোগ্যতা ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নির্বাচিত হয়েছেন তারা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন।
নিয়োগপ্রাপ্তদের একজন বলেন, “আমার বাবা একজন কৃষক। ঘুষ দিয়ে চাকরি পাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। অথচ মাত্র ১২০ টাকায় আমি চাকরি পেলাম। এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”
লালমনিরহাটের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন,
“স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনা ও আইজিপি মহোদয়ের নির্দেশনায় শতভাগ স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ দেওয়া হয়েছে। কোনো তদবির, ঘুষ বা সুপারিশ এখানে স্থান পায়নি। আমরা চাই সৎ, যোগ্য ও মেধাবীরাই পুলিশের সদস্য হোক।”
তিনি আরও জানান, সারা দেশের ৬৪ জেলার এসপিরা প্রতিশ্রুতি দিয়েছিলেন—যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। লালমনিরহাটে সেটি সফলভাবে বাস্তবায়ন হয়েছে।
চূড়ান্ত ফলাফল ঘোষণা উপলক্ষে লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিল শেডে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রার্থীদের পরিবার, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার সময় অনেক অভিভাবক ও নিয়োগপ্রাপ্ত প্রার্থী আবেগে কান্নায় ভেঙে পড়েন।