সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলার মুছাপুর ৮নং ওয়ার্ডে ওমেদ আলী মুন্সীর সড়কটি বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার অর্থায়নে সংস্কার করা হয়েছে। আজ এ সড়ক সংস্কারের শুভ উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সড়ক উন্নয়নের মাধ্যমে জনগণের চলাচলে সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। শিক্ষা, চিকিৎসা ও জনসেবার প্রতিটি ক্ষেত্রেই আমরা জনগণের পাশে আছি এবং থাকব।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এবং বিশেষ বক্তা ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের।সভায় সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী এবং সঞ্চালনা করেন জনাব কামরুল হাসান।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।