মাসুম পারভেজ: আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পার্বত্য রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার লংগদু জোন সদর সংলগ্ন মাইনী বাজারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই পরিচালক নবকুমার বিশ্বাস (অধিনায়ক, লংগদু আনসার ব্যাটালিয়ন) এর তড়িৎ নির্দেশনায় ১ (এক) প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাজারের একটি হোটেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। আগুনে কয়েকটি দোকান পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নি নির্বাপণ পরবর্তী সময়ে আনসার ব্যাটালিয়ন সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে এবং অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
এমন তড়িৎ ও সাহসী ভূমিকার জন্য উপস্থিত সকলেই আনসার ব্যাটালিয়ন সদস্যদের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেছেন।