লংগদু আনসার ব্যাটালিয়ন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাজা, মাদকের বিভিন্ন সরঞ্জামসহ নগদ অর্থ উদ্ধার, আটক-১

অপরাধ

মাসুম পারভেজ: আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পার্বত্য রাঙ্গামাটি জেলার লংগদু আনসার ব্যাটালিয়ন (৩৮ বিএন) লংগদু জোনের আওতাভূক্ত মাহিল্যা আর্মি ক্যাম্পের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযানে অংশগ্রহণ করে। মাহিল্যা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনী এবং লংগদু আনসার ব্যাটালিয়নের ৬ (ছয়) জন সদস্যের একটি যৌথ টহল টিম উত্তরসোনায় ২নং এলাকায় বি টাইপ পেট্রোল এলআরপি’র উদ্দেশ্যে রওনা করে। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত টহল টিম উত্তরসোনায় ২নং এলাকার আজিজুর রহমানের বাড়িতে বিশেষ অভিযান ও তল্লাশি চালিয়ে ৭ (সাত) কেজি গাজা, মাদকের বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৬৭ (সাতষট্টি) হাজার টাকা উদ্ধার করে। অভিযানকালে আজিজুরকে আটক করে লংগদু জোন সদরে নিয়ে আসা হয়। পরবর্তীতে জোন কমান্ডারের নির্দেশে আটককৃতকে লংগদু থানা পুলিশে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৯টি আনসার ব্যাটালিয়ন বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *