আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন পরানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১০টার দিকে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় বিদ্যালয় চত্বরে থাকা প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের মোটরসাইকেলটি শিক্ষার্থীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সংবাদ পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিকেল ৩টার দিকে শিক্ষার্থীদের দাবীর মুখে পদত্যাগ করেন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ।
বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুবাইদ হোসেন জানায়, ‘শিক্ষার্থীদের পরিচয়পত্র দেওয়ার কথা বলে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হলেও এখন পর্যন্ত তা দেওয়া হয়নি। বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার জন্য অতিরিক্ত ফি আদায় করা হয়। বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী থাকলেও পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য প্রতি মাসে ৫ টাকা করে আদায় করা হয় প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে।’
নবম শ্রেণির আরেক শিক্ষার্থী রাফিয়া আক্তার জানায়, ‘ছাত্রীদের জন্য নামাজের ঘর তৈরির কথা বলে টাকা আদায় করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। এছাড়া অভ্যন্তরীণ পরীক্ষায় কোনো বিষয়ে ফেল করলে সেইসব শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয় ২০০ টাকা করে।’
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আল আমিন হোসেনের দাবী, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করে আত্মসাত করেন। এ অবস্থায় দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেন পরানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, ‘বিদ্যালয় চত্বরে কয়েকজন শিক্ষক নিয়মিত কোচিং করে আসছিলেন। তাদের বাধা নিষেধ করায় আমার বিরুদ্ধে শিক্ষার্থীদের উস্কে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। আমাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আমার ব্যবহৃত মোটরসাইকেলটিও আগুনে পুড়িয়ে দেয়।’
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। এরপরও শিক্ষার্থীদের চাপের মুখে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ পদত্যাগ করেন। তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থী বলেন, ‘আমি শুনেছি পরানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ পদত্যাগ করেছেন। এর বেশি কিছু আমার জানা নেই।’