ভোরের দূত ডেস্ক: আওয়ামী আমলে স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে জানান, দুদকের চাহিদাপত্রের ভিত্তিতে মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজই তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন নিশ্চিত করেছেন যে, দুর্নীতির মাধ্যমে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিঠুর বিরুদ্ধে একটি মামলা অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, মিঠুর দুটি প্রতিষ্ঠান—লেক্সিকোন মার্চেন্ডাইস ও টেকনোক্রেট—এর মাধ্যমে তিনি প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে ১৮ কোটি ৪০ লাখ টাকার কৃষিজমি, ফ্ল্যাট ও বাড়ি এবং ৫৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার, গাড়ি ও ব্যাংক হিসাব। তার মোট সম্পদ ও ব্যয়ের হিসাব ১৪৭ কোটি ৩০ লাখ টাকা দাঁড়িয়েছে।
তবে অনুসন্ধানে তার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৭১ কোটি ৪৯ লাখ টাকার, যা তার মোট অবৈধ সম্পদের সঙ্গে প্রায় ৭৫ কোটি ৮০ লাখ টাকার অসামঞ্জস্যপূর্ণ। এ কারণে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রকাশিত পানামা পেপারসে মিঠুর নাম আসে। অভিযোগ আছে, তিনি তার ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে স্বাস্থ্য খাতের বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়নকাজের নামে প্রভাব খাটিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।