আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা এবং আল-জাওফ প্রদেশে অন্তত নয়জন নিহত এবং ১১৮ জন আহত হয়েছেন। এর আগের দিন ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
বুধবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। উদ্ধার কাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সানার আল-তাহরির এলাকার আবাসিক ভবন, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কের একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফের রাজধানী আল-হাজমে অবস্থিত একটি সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল জাজিরা সূত্রে জানা গেছে, দমকল বাহিনী এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন এবং বোমাবর্ষণে সৃষ্ট আগুন নেভানোর কাজ করছেন।
হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-হাজমের স্থানীয় সরকার কমপ্লেক্সকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আল-মাসিরাহ টিভির টেলিগ্রাম পোস্ট অনুযায়ী, হামলায় মোরাল গাইডেন্স সদর দপ্তরেও হতাহতের ঘটনা ঘটেছে।