ভোরের দূত ডেস্ক: কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। মঙ্গলবার রাতে এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বিপিডিবি-র বার্তায় বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এই সাময়িক অসুবিধা মোকাবিলায় বিপিডিবি দেশবাসীর সহযোগিতা কামনা করেছে।