আব্দুন নুর আজাদ, ঠাকুরগাঁও: দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. পয়গাম আলী।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কমিশনার অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী।
এর আগে মির্জা ফয়সল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পয়গাম আলী যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ভোটগ্রহণ। সভাপতি পদে একক প্রার্থী থাকায় মির্জা ফয়সল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় মো. পয়গাম আলী ৩৫১ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহসভাপতি আল মামুন পান ২৯১ ভোট। আরেক প্রার্থী সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পান ১৬৬ ভোট। তবে পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ ভোটের আগেই প্রার্থীতা প্রত্যাহার করেন।
এই নির্বাচনে জেলা বিএনপির পাঁচটি উপজেলা ও তিনটি পৌর কমিটির মোট ৮০৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ২৪ মে শহরের পাবলিক ক্লাব মাঠে। সেখানে সভাপতি নির্বাচিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত তৈমুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন তৎকালীন পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় নেতাকর্মীদের মাঝে। দিনভর স্লোগান, ঢাক-ঢোল আর মিছিলের মধ্য দিয়ে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।