দেবীগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

বিজ্ঞান ও প্রযুক্তি

মেহেদী হাসান সেতু, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর-তিস্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে চর-তিস্তা পাড়া গ্রামের মো. শফিকুল ইসলাম (৬০) নামের এক কৃষকের সঙ্গে। তিনি সকালে গোয়ালঘর থেকে গরু বের করে বাড়ির পাশের খড়ের গাদার কাছে বেঁধে রাখছিলেন। এ সময় হঠাৎ বড়সড় খড়ের গাদা ভেঙে তার ও গবাদিপশুর ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও গবাদিপশুটি মারা যায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার স্যামূয়েল সাংমার নেতৃত্বে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, একই ইউনিয়নের একই গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মোছাঃ হোসনে আরা (৪৫)। তিনি স্থানীয় মো. রহিদুল ইসলামের স্ত্রী। সকালে বাড়ির আঙিনায় রাখা ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পৃথক এ দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম ও হোসনে আরা ছিলেন পরিশ্রমী ও পরিবারপ্রেমী মানুষ। তাদের মৃত্যুতে পরিবার ও গ্রামজুড়ে শোকের আবহ নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *