নবীনগরে তুচ্ছ ঘটনায় কিশোরের দুই আঙুল বিচ্ছিন্ন

অপরাধ

এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতমোড়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরের নাম সারোয়ার হোসেন (২০)। তিনি সাতমোড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ বিষয় নিয়ে সারোয়ার ও শ্রাবণের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শ্রাবণ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে সারোয়ারের ওপর হামলা চালায়। এতে সারোয়ারের বাম হাতের দুই আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন,“ঘটনাটি আমরা জেনেছি। তদন্ত চলছে। দোষী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *