আফগানিস্তানে ভূমিকম্পে বাড়ছে মৃতের সংখ্যা, নতুন করে ফের কম্পন

আন্তর্জাতিক

বিশেষ প্রতিনিধি: আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ছয় দিনে তৃতীয়বারের মতো ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার রাতে ৫.৬ মাত্রার এই ভূমিকম্পে নতুন করে হতাহতের খবর পাওয়া গেছে, যা ইতোমধ্যে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত দেশটির পরিস্থিতি আরও নাজুক করে তুলেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটি ছিল একটি অগভীর ভূমিকম্প। এর প্রভাবে নানগরহার ও কুনার প্রদেশের বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। যদিও তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় চিকিৎসকরা বিবিসিকে জানিয়েছেন যে অন্তত ১৭ জন আহত ব্যক্তিকে কুনার প্রাদেশিক হাসপাতালে আনা হয়েছে।

এর আগে গত রবিবার দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওএইচসিএ) তথ্য অনুযায়ী, সেই ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন ৩ হাজার ৬০০ জন। ভূমিকম্পের কারণে বহু গ্রামের অধিকাংশ ঘরবাড়ি ধসে পড়েছে, ফলে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের মতে, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে অন্তত ২৫টি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আফগানিস্তানে ঘন ঘন ভূমিকম্পের কারণে মানবিক সংকট আরও তীব্র হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *