ভোরের দূত প্রতিবেদক: দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ করবে গণ অধিকার পরিষদ।
দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট আল রাজি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলন চলাকালে পুলিশ ও সেনা সদস্যরা নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে। এতে শতাধিক নেতাকর্মী আহত হন, অনেকের অবস্থা গুরুতর।
গণ অধিকার পরিষদ অভিযোগ করেছে, হামলার পেছনে আওয়ামী লীগের দোসর বাহিনী ও জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করার চক্রান্ত। সংগঠনটি মনে করে, নুরুল হক নুরের মতো নেতার ওপর হামলা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়।
এ অবস্থায় তারা হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশের ডাক দিয়েছে।