অনলাইন ডেস্ক: যারা আগামী নির্বাচনে অংশ নিতে চায় না, তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেলেও দেশে এখনো স্বৈরাচারী মানসিকতা বিদ্যমান, যা গণতান্ত্রিক সংস্কৃতির পথে একটি বড় বাধা। তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে কোনো বিভেদ নেই। সবার মতামত দেওয়ার স্বাধীনতা রয়েছে এবং এটাই গণতন্ত্রের মূল ভিত্তি। নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতি, সহনশীলতা এবং মন-মানসিকতার পরিবর্তন আনা জরুরি।
দেশের রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন মহল থেকে প্রস্তাব আসবে এবং সব প্রস্তাবে সবার একমত হওয়া জরুরি নয়। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। যেসব বিষয়ে মতবিরোধ থাকবে, সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে এবং জনগণের রায় অনুযায়ী কার্যকর করতে হবে।
শেখ হাসিনার শাসনের সমালোচনা করে তিনি বলেন, “হাসিনা পালিয়ে গেলেও তার মানসিকতার কিছু লোক দেশে রয়ে গেছে। তারা সামান্য ভিন্নমত সহ্য করতে পারে না।” তিনি অভিযোগ করেন, ভিন্নমত দমনে তারা জনতাকে উসকে দিয়ে চাপ সৃষ্টি করে, যা গণতান্ত্রিক আচরণ নয়।
আমীর খসরু আরও বলেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার পক্ষে। তিনি আশা প্রকাশ করেন যে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া চলমান থাকবে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এর বাইরে কোনো বিকল্প নেই।