বিশেষ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট বা ভ্রমণ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অন্তর্বর্তীকালীন সরকার তা সমাধানে সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক এবং তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তার দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে যদি প্রয়োজন হয়, তার জন্য পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দরকার, তা দেওয়া হবে।
তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এখন পর্যন্ত তিনি এ বিষয়ে কিছু জানেন না। তবে যখন তিনি আসতে চাইবেন, তখন যেটুকু সহায়তা প্রয়োজন, সরকার তা দেবে। তিনি আরও বলেন, সরকার নিজে থেকে তাকে দেশে ফেরার জন্য কোনো উদ্যোগ নেবে না বা বলবে না “আপনি কেন আসছেন না”। তবে তিনি যখন ফিরতে চাইবেন, তখন সব ধরনের প্রয়োজনীয় সহায়তা করা হবে।