নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। একসময় পর্দায় তাদের রোমান্টিক রসায়ন দর্শকের মনে জায়গা করে নেয়, আর সেখান থেকেই সম্পর্ক গড়ায় ব্যক্তিজীবনের সংসার পর্যন্ত। তবে সময়ের বাস্তবতায় সেই দাম্পত্য টেকেনি। বিচ্ছেদের পর ভিন্ন ভিন্ন পথে হাঁটলেও একমাত্র সন্তান আব্রাম খান জয়কে ঘিরেই আজও বারবার এক হচ্ছেন তারা। এবার সেই মিলন ঘটেছে সন্তানের পড়াশোনার প্রশ্নে।
সন্তানের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জয়কে বিদেশে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শাকিব–অপু। খুব শিগগিরই অপু বিশ্বাস ছেলেকে নিয়ে যাচ্ছেন সিঙ্গাপুরে। সেখানকার একটি আন্তর্জাতিক স্কুলে জয়কে ভর্তি করানো হবে। এ বিষয়ে শাকিব খানের সঙ্গেও আলোচনা করেছেন অপু। অর্থাৎ জয়কে নিয়ে বাবা-মা দুজনেরই মত এক জায়গায় মিলেছে।
অপু বিশ্বাস সম্প্রতি গণমাধ্যমে বলেন,
“জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। আমরা কিছুদিন ওখানেই থাকব। আসলে এই সিদ্ধান্তটা জয়ের বাবার সঙ্গে আলাপ করেই নিয়েছি।”
এর আগে জয় ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করত। সেখানে শাকিব খান ও শবনম বুবলীর ছেলে বীরও সহপাঠী ছিল। তবে পারিবারিক জটিলতা, আলোচিত সম্পর্ক এবং নেতিবাচক সংবাদে ক্লান্ত হয়ে কিছুদিন আগে জয়কে সেই স্কুল থেকে সরিয়ে নেন অপু বিশ্বাস। এরপর থেকেই তিনি ছেলেকে বিদেশে পড়ানোর পরিকল্পনা করতে থাকেন।
সিঙ্গাপুরে জয় ভর্তি হওয়ার পর শাকিব–অপু স্থায়ীভাবে সেখানে থাকবেন কি না—এ বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানাননি অপু বিশ্বাস। তিনি এটিকে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় উল্লেখ করে বলেন, এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
শাকিব–অপু জুটিকে ঘিরে দর্শক-ভক্তদের কৌতূহল সবসময়ই ছিল। সম্পর্ক ভাঙনের পরও সন্তানের ভবিষ্যতের প্রশ্নে তাদের এক হওয়া অনেকের কাছে প্রশংসনীয় মনে হয়েছে। ভক্তদের মতে, ব্যক্তিজীবনের মতভেদ সত্ত্বেও সন্তানের কল্যাণে একসঙ্গে এগিয়ে আসা দায়িত্বশীল অভিভাবকত্বেরই পরিচয়।