সেপ্টেম্বরে আসছে আইফোন ১৭ সিরিজ, বড় চমক প্রো মডেলে

আন্তর্জাতিক

ভোরের দূত ডেস্ক: প্রযুক্তি দুনিয়ার চোখ এখন অ্যাপলের দিকে। আগামী ৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে নতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

এইবার বাজারে আসছে চারটি সংস্করণ— আইফোন ১৭, ১৭ এয়ার, ১৭ প্রো ও ১৭ প্রো ম্যাক্স। শুল্কের কারণে প্রো মডেলের দাম ৫০ ডলার বাড়তে পারে। মার্কিন দামে প্রো শুরু হবে ১,০৪৯ ডলার থেকে আর প্রো ম্যাক্স ১,২৪৯ ডলার। বাংলাদেশি টাকায় আনুমানিক ১ লাখ ২৭ হাজার থেকে ১ লাখ ৫১ হাজার টাকা।

প্রো সিরিজে থাকছে নতুনত্ব। পিছনের চৌকো ক্যামেরা আইল্যান্ড বাদ দিয়ে আসছে অনুভূমিক ক্যামেরা সেটআপ। বডি হবে গ্লাস ও অ্যালুমিনিয়ামের মিশ্রণ, আর রঙে যোগ হচ্ছে উজ্জ্বল কমলা।

ডিসপ্লেতে আসছে অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং, যা স্ক্রিনকে ঝলকহীন ও মজবুত করবে। প্রো ম্যাক্সে মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা।

ক্যামেরায় থাকছে বড় আপগ্রেড— ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং প্রো মডেলে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল সেন্সর। পারফরম্যান্সের দিক থেকেও এগিয়ে থাকবে নতুন ডিভাইস। এ১৯ প্রো চিপসেট ও ১২ জিবি র‍্যাম একে করবে আরও দ্রুত ও শক্তিশালী।

প্রযুক্তিপ্রেমীদের জন্য তাই সেপ্টেম্বরে অপেক্ষার পালা শেষ হচ্ছে নতুন চমক নিয়েই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *