চরফ্যাশন উপজেলা:বাংলাদেশ হেলথ এসোসিয়েন্ট এসোসিয়েশন আয়োজনে স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতিতে গেছেন। তারা তত্ত্বাবধায়ক পদসহ স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের দায়বদ্ধ নিয়োগ এবং বেতনসহ অন্যান্য দাবি বাস্তবায়নের জন্য ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতি শুরু করেছেন।
স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একত্রিত হয়ে তারা দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। কর্মবিরতিতে অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মীরা বলছেন, “আমরা শুধু আমাদের প্রাপ্য অধিকার চাই।
- জনগণকে সেবা দেওয়া আমাদের কর্তব্য, তবে আমাদের মর্যাদা ও অধিকারও নিশ্চিত হতে হবে।”নিয়োগবিধি সংশোধন: বর্তমান নিয়োগবিধিতে পরিবর্তন আনার দাবি।
শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন: পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অন্তর্ভুক্ত করা।
১৪তম গ্রেড প্রদান: স্বাস্থ্য সহকারীদের জন্য ১৪তম গ্রেড নিশ্চিত করা।
ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ: প্রশিক্ষণের মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করা।
টেকনিক্যাল পদমর্যাদা প্রদান: স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া।
ধারাবাহিক উচ্চতর গ্রেডে পদোন্নতি: পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।
বক্তারা জানান, তাদের এই দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাবেন।
কর্মবিরতির ফলে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে পারে। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি এবং আসন্ন টাইফয়েড টিকা ক্যাম্পেইন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
সংশ্লিষ্টরা জানান, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই দাবিগুলো বিবেচনা করে সমাধান না করলে স্বাস্থ্যসেবা খাতে আরও জটিলতা সৃষ্টি হতে পারে।