মশিউর রহমান নাদিম, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র এমপি পদে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আহমদ ফারুক খোকন নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার জুমার নামাজ শেষে পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে তার প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর মাগরিবের নামাজ শেষে হোসেন্দী কেন্দ্রীয় জামে মসজিদে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্ব পালন করেছি। আন্দোলন-সংগ্রামে বারবার কারা নির্যাতন সহ্য করেছি। আজ আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই নির্বাচনের মাঠে আছি। আল্লাহ চাইলে জনগণের সেবা করার সুযোগ পাব।
পরে সন্ধ্যায় হোসেন্দী বাজারে স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের হাতে তুলে ধরেন। রাত ৯টায় তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা বিএনপি নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুল হক মেনু, হোসেন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন, সাবেক ইউনিয়ন সেক্রেটারি রুস্তম আলী, হোসেন্দী বণিক সমিতির সভাপতি জনাব মাইনুদ্দিন, সাবেক মেম্বার রুমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী।
উল্লেখ্য, আলহাজ্ব আহমদ ফারুক খোকন সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক জিএস ছিলেন পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদে। তিনি পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এবং হোসেন্দী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন এবং বহুবার কারাবরণ করেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি কিশোরগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়নের অন্যতম যোগ্য প্রার্থী।