সাঁথিয়া’য় পুর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলা: ভাংচুর ও লুটপাট

সারাদেশ

পাবনা সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় পুর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়ীতে হামলা চালিয়ে  ভাঙ্গচুর, লুটপাট ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ দুলাল শেখের  বিরুদ্ধে। উক্ত ঘটনায় প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকার স্বর্ণের গহনা, ১ লক্ষ ৩৫ টাকা মুল্যের একটি মোবাইল ফোন লুট ও ভাঙ্গচুরের মাধ্যমে ৮০ হাজার টাকার ক্ষতি উল্লেখ করে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী প্রবাসী দুলাল হোসেন (৪০)।

অভিযোগ সুত্রে জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন সৈয়দপুর গ্রামের মৃত হানিফ প্রামাণিকের ছেলে সিঙ্গাপুর প্রবাসী দুলালের সাথে একই গ্রামের মৃত যদু শেখের ছেলে দুলাল,রব্বান ও আজিজদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে ২৭শে সেপ্টেম্বর (শনিবার) দুপুরে অভিযুক্ত দুলাল, রব্বান ও আজিজের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয়  অস্ত্র সহ প্রবাসী দুলাল হোসেনের বাড়িতে হামলা চালায়। এসময় তারা দেশীয় অস্ত্র দ্বারা বাড়িঘর ভাঙ্গচুর করে ।এবং দুলাল হোসেনের সিঙ্গাপুর থেকে আনা একটি হাড় (৩৩ গ্রাম), তিনটি স্বর্ণের চেইন ( ৩৪.৫ গ্রাম), দুইটি আইটি (০৭ গ্রাম)  ও একটি মোবাইল ফোন (I phone 15 pro max)ছিনিয়ে  নেয়। এবিষয়ে ৬ জনকে নামীক ও ১৫-২০ জনকে অঙ্গাতনামা অভিযুক্ত করে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী প্রবাসী দুলাল হোসেন।

ভুক্তভোগী প্রবাসী দুলাল হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে আমার পরিবারের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। সেইসাথে তার বাড়ী থেকে লুট করা সম্পদ উদ্ধার পুর্বক ফিরিয়ে দিতে প্রশাসন কে অনুরোধ জানান তিনি।

তবে অভিযুক্ত রব্বান বলেন,  আমরা ভাংচুর ও লুটপাট করি নাই। তারা নিজেরাই ভাংচুর করে আমাদের দোষারোপ করছে।

এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *