নারী শিক্ষার্থীদের কুরআন বিতরণে ছাত্রদলের বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ শিবিরের

রাজনীতি ধর্ম

ভোরের দূত প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে নারী শিক্ষার্থীদের পবিত্র কুরআন বিতরণে ছাত্রদল কর্তৃক বাধা প্রদানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (২৬ সেপ্টেম্বর, শুক্রবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ উদ্বেগ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, “গতকাল (২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার অন্তর্গত মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজে সীরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে একদল নারী শিক্ষার্থী পবিত্র কুরআন বিতরণ করতে গেলে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হাসনাতের নেতৃত্বে ৮ থেকে ১০ জন উচ্ছৃঙ্খল নেতাকর্মী তাতে বাধা প্রদান করে। এ সময় তারা ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’, ‘ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর’— এ ধরনের উসকানিমূলক ও ফ্যাসিবাদী স্লোগান দিতে থাকে। এমনকি শিক্ষক-শিক্ষার্থীদের সাথেও তারা অশোভন আচরণ করে।”

ঘটনায় উদ্বেগ জানিয়ে তারা আরও বলেন, “কুরআন বিতরণের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শিক্ষাঙ্গন সন্ত্রাস বা কারও অধিকার হরণের ক্ষেত্র নয়। আধিপত্য বিস্তারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কাউকে ইজারা দেওয়া হয়নি। ৫ আগস্ট-পূর্ববর্তী সময়ে আমরা এমন উগ্র আচরণ ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছ থেকে প্রত্যক্ষ করেছি, যা এখন হুবহু অনুসরণ করছে ছাত্রদল। আমরা এ ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *