ব্যাটালিয়ন ক্যাম্প-২০২৫ এর শ্রেষ্ঠ ক্যাডেট পুরস্কার পেলেন নোসক বিএনসিসির জয়া ভৌমিক

সারাদেশ

আব্দুর রহিম, নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ব্যাটালিয়ন ক্যাম্প-২০২৫-এ শ্রেষ্ঠ ক্যাডেট পুরস্কার লাভ করেছেন নোয়াখালী সরকারি কলেজ বিএনসিসির ক্যাডেট সার্জেন্ট জয়া ভৌমিক।

নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) টিম নিয়ে এই ব্যাটালিয়ন ক্যাম্প গত ১৮ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী অনুষ্ঠিত হয়। নোয়াখালী সরকারি কলেজ বিএনসিসি (নোসক) থেকে মোট ১২ জন ক্যাডেট এতে অংশগ্রহণ করেন।

ক্যাম্পে নোসক বিএনসিসির ক্যাডেটরা একাধিক ব্যক্তিগত ও দলগত ইভেন্টে সাফল্য অর্জন করে:

জয়া ভৌমিকের নেতৃত্বে ‘সি কোম্পানি’ ৬ ব্যাটালিয়নের মধ্যে অনুষ্ঠিত ড্রিল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই টিমে কন্টিনজেন্ট মেম্বার হিসেবে ছিলেন ক্যাডেট কর্পোরাল সানজিদা আক্তার মুক্তা এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল ফাতেমা আক্তার সিন্তী।

উক্ত ক্যাম্পে ব্যাটমিন্টন খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ক্যাডেট মুশফিয়া আক্তার মিশু।

শ্রেষ্ঠ ক্যাডেট পুরস্কার প্রাপ্তির পর ক্যাডেট সার্জেন্ট জয়া ভৌমিক তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাঁর সহযোদ্ধাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, অর্পিত দায়িত্ব পালনে তিনি সহযোদ্ধাদের নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং ব্যক্তিগত ও দলগত ইভেন্টে পুরস্কার অর্জন করতে পেরে তাঁর টিম আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে যেকোনো পর্যায়ে তাঁরা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *