বিসিবি নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ফিরে এলো সেই ১৫ ক্লাব

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠেয় এই নির্বাচনের জন্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ১৯১ জন কাউন্সিলর নিয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

চূড়ান্ত ভোটার তালিকায় সেই ১৫টি ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদেরকে প্রাথমিক খসড়া ভোটার তালিকায় রাখা হয়নি। প্রথমে বাদ দেওয়ার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল।

এছাড়াও, চূড়ান্ত তালিকায় পাঁচটি জেলার কাউন্সিলরশিপ অনুমোদন দেওয়া হয়েছে। জেলাগুলো হলো: সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ

তবে, নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন শুক্রবার ভার্চুয়াল বৈঠক করে। বৈঠকের পর বিকেল ৪টা ৪০ মিনিটে বিসিবি কার্যালয়ের নোটিশ বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা টানিয়ে দেওয়া হয়। এর আগের দিন বৃহস্পতিবার নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা নিয়ে পাওয়া ৩৮টি অভিযোগের শুনানি সম্পন্ন করেছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *